সহঅভিনেতার চরিত্রে আর অভিনয় করবেন না আদিত্য
বিনোদন ডেস্ক:
ক্যারিয়ারের শুরুটা করেছিলেন সহঅভিনেতা চরিত্রে অভিনয় করে। এখন আর সেটা করতে চান না আদিত্য কাপুর। হ্যাঁ, সহজ ভাষায় এমনটাই জানিয়ে দিলেন তিনি। ‘আশিকি-২’র হাটথ্রব আদিত্য কাপুর গ্ল্যামওয়ার্ল্ডে সহঅভিনেতা চরিত্রেও পেয়েছিলেন জনপ্রিয়তা । কিন্তু ‘আশিকি-২’ সিনেমাতে অভিনয় করার পর রাতারাতি মোড় ঘুরে যায় এই অভিনেতার জীবনে। তাই সহঅভিনেতা চরিত্রে এখন আর বড় বড় সেলিব্রেটিদের পাশে অভিনয় করতে নারাজ তিনি। শুধু তাই নয় দ্বিতীয় কোন লীড রোলেও কাজ করতে চান না ‘আশিকি-২’র এই হিরো। তবে পরিচালকরা যেন তার উপর বিরক্ত না হয় তার এমন মন্তব্যে তাই আদিত্য বলেন, ‘আমি কোন সহ অভিনেতা চরিত্রে অভিনয় করতে চাই না এটা যেমন সত্য। ঠিক তেমনই আমার প্রিয় কোন পরিচালক আমাকে এমন কোন চরিত্রে অফার দিলে আমি তাকে ফেরাতেও পারবো না, এটাও সত্য।’ তবে শুধু রোম্যান্সে নিজেকে সীমাবদ্ধ করে রাখতে চান না আদিত্য। অ্যাকশন ও কমেডি ছবিতেও নিজের জায়গা পাকা করতে চান তিনি।