সহিংসতা বন্ধের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন
নেত্রকোনা প্রতিনিধি:
যানবাহনে পেট্রোল বোমা ছুঁড়ে নারী-শিশুসহ মানুষ হত্যা বন্ধ, গণতান্ত্রিক অধিকার রক্ষা, চলমান সহিংসতা বন্ধ এবং দেশব্যাপী জঙ্গীবাদ নির্মূলের দাবিতে গতকাল রবিবার দুপুরে নেত্রকোনায় বিভিন্ন সংগঠন জেলা শহরের ছোট বাজারে স্থানীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
নেত্রকোনা মহিলা পরিষদ, মানবাধিকার সংরক্ষণ পরিষদ, নারী মুক্তি, নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়, নারী নির্যাতন প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- মহিলা পরিষদের সভাপতি সাহিদা পাঠান ডেইজী, সম্পাদক রেহেনা সিদ্দিকী, তাহেজা বেগম এ্যানী, সৈয়দা বিউটি, কোহিনূর বেগম, আনোয়ার হোসেন, নলীনি চন্দ্র সরকার, তানজিদ আলম, কৃষ্ণা বিশ্ব শর্মা প্রমুখ। পরে মানববন্ধনস্থল থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।