Connecting You with the Truth

সহিংসতা বন্ধের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন

NETRAKONA PIC  25.01.15সদর প্রতিনিধি, নেত্রকোনা:
সবধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে সাদা পতাকা হাতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নেত্রকোনার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন।
গত কাল রোববার জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর খান মিঠু, চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক এইচ আর খান পাঠান সাকি, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু, অ্যাডভোকেট দিলুয়ারা বেগম, কোহিনূর ইসলাম, মোজাম্মেল হোসেন টুকু, আলতাবুর রহমান, জাহাঙ্গীর আলম সবুজ নাইম সুলতানা লিবন প্রমুখ।

Comments
Loading...