Connecting You with the Truth

সাঁথিয়ায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যা

সাঁথিয়া প্রতিনিধি, পাবনা:
পাবনার সাঁথিয়ায় দিররুবা (২৯) নামে এক গৃহবধূকে পাষণ্ড স্বামী কর্তৃক নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা ক্ষেতুপাড়া ইউনিয়নে বহলবাড়িয়া গ্রামে।
থানায় দায়ের করা লিখিত এজহার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৭বছর আগে ঈশ্বরদী উপজেলার কালিকাপুর গ্রামের মৃত আ: রশিদের মেয়ে দিলরুবার সাথে সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের ছেলে মামুনের (৩৫) সাথে বিয়ে হয়। অভিযোগে প্রকাশ, মামুন একজন নেশাগ্রস্ত যুবক। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে মামুন ও তার পরিবারের সদস্যরা দিলরুবাকে বিভিন্ন সময় শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন করে আসছিল। নিহতের পরিবারের ভাষ্য, দিলরুবার সুখের কথা চিন্তা করে মাঝে মধ্যেই তার দাবি পূরণ করা হতো। ঘটনার দিন মামুন তার স্ত্রীর কাছে ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় মামুন ও তার পরিবারের অভিযুক্ত সদস্যরা দিলরুবাকে পিটিয়ে হত্যা ক’রে আত্মহত্যা বলে চালানোর প্রয়াসে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ রবিবার ভোর রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে দিলরুবার ভাই সরোয়ার বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং-৭, তারিখ: ৭-৯-১৪ইং।

Comments
Loading...