সাঁথিয়ায় ২ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
সাঁথিয়া, পাবনা:
পাবনার সাঁথিয়ায় দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সাঁথিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ভৈরবপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে মনসুর (৩৫) এবং একই ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত ঈমান আলীর ছেলে কামাল (৩৬)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোর রাতে ধৃত দুইজনসহ ৫/৬ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল অপরাধ সংঘটিত করার উদ্দেশ্যে ভৈরবপুর মাঠে প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করলে কয়েকজন পালিয়ে গেলেও দু’জনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় তাদের কাছে ২টি ধারালো ছুরি পাওয়া যায়।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।