সাংবাদিক নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি : সাংবাদিক নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে কুড়িগ্রামের রৌমারীতে মানববন্ধন করেছে সাংবাদিকসহ স্থানীয় সুধী সমাজ।
মঙ্গলবার দুপুরে রৌমারী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে চিলমারী, রৌমারী, রাজিবপুর ও উলিপুর উপজেলার বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
২০ ফেব্রুয়ারী রাতে দৈনিক মানব জমিনের উপজেলা প্রতিনিধি ও স্থানীয় উত্তর চিত্রের বার্তা সম্পাদক রফিকুল ইসলাম সাজুকে আটক করে নির্যতনের পর মামলা দিয়ে জেল হাজতে পাঠায়।
মানবন্ধন থেকে সাংবাদিক নির্যাতনকারী রৌমারী থানার ওসি সোহরাব হোসেন এবং এএসআই ফারুকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান হয়।