Connecting You with the Truth

সাংহাইয়ের ৭০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত

চীনের সাংহাই শহরের মোট জনসংখ্যার ৭০ শতাংশ করোনায় সংক্রামিত হতে পারে। মঙ্গলবার সাংহাইয়ের শীর্ষস্থানীয় হাসপাতালের এক চিকিৎসকরে বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

গত ৭ ডিসেম্বর চীন করোনার বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়। এরপর থেকেই দেশটির বিভিন্ন অঞ্চলে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে দেশটির বিভিন্ন হাসপাতালে করোনার রোগী দিয়ে পূর্ণ হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলের শশ্মানগুলোতে অনেক বেশি মৃতদেহ পোড়ানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, এদের অধিকাংশই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

রুইজিন হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট এবং সাংহাইয়ের কোভিড বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলের সদস্য চেন এরজেন জানিয়েছেন, তার ধারণা সাংহাইয়ের দুই কোটি ৫০ লাখ মানুষের বেশিরভাগই সংক্রামিত।

তিনি বলেছেন, ‘এখন সাংহাইতে মহামারিটির বিস্তার অনেক ব্যাপক এবং এটি মোট জনসংখ্যার ৭০ শতাংশে পৌঁছে যেতে পারে, যা (এপ্রিল এবং মে মাসের) তুলনায় ২০ থেকে ৩০ গুণ বেশি।’

সাংহাইতে গত এপ্রিলে কঠোর লকডাউনের আওতায় ছিলল। ওই সময় নগরীর ছয় লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছিল।

Comments
Loading...