সাঈদ খোকন-হাজী সেলিম একসঙ্গে
নিজস্ব প্রতিনিধি: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সরকার দলীয় মেয়র প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকনের পক্ষে কাজ করবেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহম্মদ সেলিম। শুক্রবার তারা এক সঙ্গে লালবাগের শাহী মসজিদে জুমার নামাজ আদায় করেছেন।নামাজ শেষে তারা ব্যবসায়ী ও সাধারণ মানুষদের সাথে কথা বলেন ও হাত মেলান। পরে হাজি সেলিমের শ্বশুরের বাড়িতে একসাথে তারা খাবার খান।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বচানে হাজী সেলিমও নির্বাচন করবেন বলে নির্বাচনী এলাকায় বিলবোর্ড ঝুলান। তবে মনোনয়ন না পেয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।