সাকিব আল হাসানের ২০০ উইকেটের রেকর্ড
ক্রীড়া প্রতিবেদক : নিজের ক্রিকেটীয় ক্যারিয়ারকে আরো এক ধাপ ওপরে নিয়ে গেলেন সাকিব আল হাসান। ইতিহাসের সপ্তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দুইশ উইকেট ও ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। একই সঙ্গে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে দুইশ উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়লেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বুধবার চট্টগ্রামের মাটিতে শুরুতেই ফাফ ডু প্লেসিসকে আউট করেন সাকিব। এরপর হাশিম আমলার উইকেট তুলে নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে দুইশ উইকেটের স্বাদ নেন বাঁহাতি এই স্পিনার।
সাকিবের আগে ওয়ানডেতে দুইশ উইকেট ও ৪ হাজার রানের এলিট ক্লাবে নাম লেখান শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া, পাকিস্তানের শহীদ আফ্রিদি ও আব্দুর রাজ্জাক, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, নিউজিল্যান্ডের ক্রিস হ্যারিস ও ক্রিস ক্রেয়ানস।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন স্পিনার আব্দুর রাজ্জাক। তিনি ২০৭ উইকেট নিয়েছেন ১৫৩ ম্যাচ খেলে। এরপরই আছেন সাকিব আল হাসান।