Connecting You with the Truth

সাগরে নৌযানে ভাসমান অভিবাসীদের আশ্রয় দেবে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া

indomal1432108601
ইন্টারন্যাশনাল ডেস্ক:
 মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া বুধবার সাগরে নৌযানে আটকে পড়া কয়েক হাজার অভিবাসীকে সাময়িক আশ্রয় দেয়ার প্রস্তাব দিয়েছে। সাময়িক আশ্রয়ের এ প্রস্তাবের আওতায় তাদের এক বছরের মধ্যে পুনর্বাসন বা দেশে ফেরত পাঠানো হতে পারে।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলিফাহ আমান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারসুদি এ বিষয়ে আলোচনার পর এক যৌথ বিবৃতিতে বলেন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সমুদ্রে ভাসমান ৭ হাজার অনিয়মিত অভিবাসীকে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখার ব্যাপারে সম্মত হয়েছে।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে এক বছরের মধ্যে এসব অভিবাসীকে পুনর্বাসন এবং দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত আমরা তাদের সাময়িক আশ্রয় দেয়ার ব্যাপারে সম্মত হয়েছি।’

Comments
Loading...