Connecting You with the Truth

সাগরে ভাসমানদের উদ্ধারে কী পদক্ষেপ নেয়া হয়েছে’

স্টাফ রিপোর্টার:  পাচার হওয়া বাংলাদেশিদের উদ্ধারে সরকার কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট।  স্বরাষ্ট্র ও পরারাষ্ট্র সচিবকে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন আকারে আদালতকে এ বিষয়ে জানাতে বলা হয়েছে।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ রবিবার এই আদেশ দেয়।
ন্যাশনাল ফোরাম ফর প্রোটেকশন ফর হিউম্যান রাইটস নামের একটি সংগঠন এই রিট করে। সেইসঙ্গে মানবপাচারের শিকার হয়ে সাগরে ভাসমান নাগরিকদের উদ্ধারে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন ‘অসাংবিধানিক’ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জাররি করেছে আদালত।
Comments
Loading...