সাটুরিয়ায় ছেলেদের লাথির আঘাতে বৃদ্ধ বাবা খুন
সাটুরিয়া সংবাদদাতা, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বৃদ্ধ বাবাকে পিটিয়ে খুন করেছে পাষন্ড দুই ছেলে। উত্তেজিত গ্রামবাসী তাদের আটক করে পুলিশে সোর্পদ করেছে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালিয়াটির কড়াইল শিমুলিয়া গ্রামে মো. আফাজ উদ্দিন (৭০) নামে ওই বৃদ্ধ নিজ ছেলেদের হাতে খুন হন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জমি-জমা নিয়ে বিবাদের জেরে ছেলেরা পা দিয়ে আফাজ উদ্দিনকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান । এ ঘটনায় মো. আওলাদ হোসেন (৪৫) ও মো. খোরশেদ আলম (৪০) নামে দুই পুত্র এবং ছেলের বৌ মর্জিনা (৩০) সহ তিন জনকে আটক করেছে পুলিশ ।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, শনিবার রাতেই নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, রোববার দুপুরে আটদের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।