Connecting You with the Truth

সাদুল্যাপুরে নিসচা’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন

সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই (নিসচা) সাদুল্যাপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভার মাধ্যমে ২০১৮-১৯ মেয়াদে উপদেষ্ঠা পরিষদ ও কার্যকরী পরিষদ গঠন করা হয়। শনিবার দুপুরে সাদুল্যাপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নিসচা’র সাবেক আহবায়ক খোরশেদ আলম। সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন, সংগঠনের সাবেক সদস্য সচিব তোফায়েল হোসেন জাকির। সভা শেষে সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ঠ উপদেষ্ঠা ও ৩৯ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটি গঠন করা হয়।
নিসচা-সাদুল্যাপুর উপজেলা শাখা এর উপদেষ্ঠা পরিষদে যারা মনোনিত হলেন-সাদুল্যাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকতার বানু লাকী, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল, সাদুল্যাপুর প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজার রহমান ফারুক, উন্নয়ন পরামর্শক ও গবেষক সাদেকুল ইসলাম গোলাপ, সাদুল্যাপুর ডিগ্রী কলেজের প্রভাষক আবু ছাঈদ মোঃ জামাল, জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম মন্ডল ও সাদুল্যাপুর-পলাশবাড়ী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।
কার্যকরী পরিষদে যারা মনোনিত হলেন- সভাপতি পদে খোরশেদ আলম, সহ-সভাপতি- মাসুদ মোঃ আনোয়ার হোসেন, এনায়েতুল মোস্তাফিজ রাসেল, রাজু মিয়া। সাধারণ সম্পাদক- তোফায়েল হোসেন জাকির, সহ-সাধারণ সম্পাদক একেএম জাহিদ হোসেন খাঁন, মিজানুর রহমান, রোকনুজ্জামান মন্ডল। অর্থ সম্পাদক- আলহাজ্ব দেলাত হোসেন, সাংগঠনিক সম্পাদক- বেলাল হোসেন, দপ্তর সম্পাদক- রানু মিয়া, প্রচার সম্পাদক- নুরুন্নবী আকন্দ, প্রকাশনা সম্পাদক- ছাইফুল ইসলাম, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষনা বিষয়ক সম্পাদক- শফিকুল ইসলাম সাগর, আইন বিষয়ক সম্পাদক- মোসলেম উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- আব্দুর রাজ্জাক শেখ রাজা, সমাজকল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক- দুলু প্রামানিক, মহিলা বিষয়ক সম্পাদক- সাহিদা খাতুন, যুব বিষয়ক সম্পাদক- আবু সাঈদ আকন্দ। কার্যকরী সদস্য-শুভ কুমার সরকার, নিয়ামুল আরিফ লিমন, মামুন মন্ডল, শাহাদুজ্জামান সরকার, রাশেদুজ্জামান রুবেল, ফরহাদ হোসেন লিমন, রেজাউল করিম আঙ্গুর, সজল কুমার মহন্ত, নুর আলম মিয়া, শামীম সরদার, মতলুবর রহমান, ডাঃ মোঃ এমদাদুল হক সরকার খুশি, শহিদুল হক, রাসেল মিয়া, আঃ কুদ্দুস ব্যাপারী, আঃ হামিদ শেখ, রবিউল ইসলাম, মুক্তার হোসেন, সাধারণ সদস্য- রমজান আকন্দ। উজ্জ্বল মিয়া, এনামুল হক ও শফিকুর রহমান সোহেল।
এর আগে নিসচা’র নিহত ও আহত সহ দেশের সড়ক দুর্ঘটনায় যাদের প্রাণ প্রদীপ নিভে গেছে তাদের স্মরণে নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিডেপত্র/আমিরুল

Comments
Loading...