গাইবান্ধা সাদুল্যাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু
সাদুল্ল্যাপুর প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ জামুডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রবিউল জামুডাঙ্গা গ্রামের আনছার আলীর ছেলে। তিনি স্থানীয় নিয়ামতনগর এনইউ দাখিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, বিকেলে রবিউল নিজ বাড়িতে ডিস লাইনে তার লাগাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন। দামোদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ারুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।