সাদুল্ল্যাপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রাম থেকে আশা আক্তার বানু (২০) নামে এক কলেজ ছাত্রী কীটনাশক পানে আত্মহত্যা করেছে। সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। আশা আক্তার বানু ওই গ্রামের মৃত মুনছুর আলীর মেয়ে। সোমবার সকালে বাড়ির লোকজন তাকে অসুস্থ অবস্থায় তার ঘরের ভেতরে তাকে ছটপট করতে দেখতে পেয়ে পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। সে উপজেলার ধাপেরহাট শাহ আজগর আলী ডিগ্রী কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্রী।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, রোববার রাতে আশা আক্তার বানুর বড় ভাই আলম মিয়ার সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাধে লিপ্ত হলে তাকে মারপিট করা হয়। এতে সে অভিমান করে সোমবার সকালে ঘরে রাখা কিটনাশক পান করে।