Connecting You with the Truth

সাফ অনূর্ধ্ব-১৫: শ্রীলংকাকে ৪-০ গোলে হারালো বাংলাদেশ

ফয়সাল আহমেদ ফাহিমের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ।

নেপালের এএনএফএ কমপ্লেক্সে শুক্রবার ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়টি ৪-০ গোলের। এই জয়ে সেমি-ফাইনাল অনেকটাই নিশ্চিত করা মাসুদ পারভেজের দল আগামী মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হবে।

শিরোপা ধরে রাখার মিশনে নামা বাংলাদেশ ২৯তম মিনিটেই এগিয়ে যায়। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন ফয়সাল। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল। এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে বল বের করে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান আরও বাড়িয়ে জয় অনেকটাই নিশ্চিত করে নেয় বাংলাদেশ। নাজমুল বিশ্বাসের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। পেনাল্টি থেকে ৭৪তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ফয়সাল। নিশ্চিত হয়ে যায় বাংলাদেশেরও বড় জয়।

Comments
Loading...