Connecting You with the Truth

সাবেক এমপি শ্যামলির নৌকা প্রতীক চেয়ে প্রার্থীতা ঘোষণা

শেরপুরের সংরক্ষিত আসনের সাবেক এমপি ও যুব মহিলা লীগের সভাপতি ফাতেমাতুজ্জোহুরা শ্যামলি আনুষ্ঠানিক ভাবে সাংবাদিকদের ডেকে নৌকা প্রতীক চেয়ে প্রার্থীতা ঘোষণা করেছেন।

শনিবার রাতে শহরের বটতলায় নিজ ব্যবসায়ীক কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন।

শ্যামলী তার বক্তব্যে জানায়, তিনি সংরক্ষিত মহিলা এমপি থাকা সত্বেও এবার নিয়ে পরপর ৪ বার নৌকা প্রতীক চেয়ে প্রার্থীতা ঘোষনা করে দলীয় ও সমাজিক নানা কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। এবার তিনি অনেক আশাবাদী দলীয় প্রধান ও জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিবেন। তবে তিনি মনোনয়ন না পেলে দলীয় মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের পক্ষে কাজ করে যাবেন।

এসময় আওয়ামীলীগ ও যুব মহিলা লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Comments
Loading...