সাভারে পরিত্যক্ত গ্রেনেড বিস্ফোরণে ২ শিশু নিহত
সাভারে পরিত্যক্ত বোমার বিস্ফোরণে দুই শিশু মারা গেছে। বৃহস্পতিবার বিকেলে বিরুলিয়ার বোমকা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গ্রামের মাঠে খেলা করছিলো বেশ কয়েকটি শিশু। এসময় পরিত্যক্ত একটি বোমা পেয়ে পকেটে তুলে রাখে শিশু শুভ। কিছুক্ষণ পরেই পকেটে থাকা বোমাটি হঠাৎ বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই মারা যায় সে। এসময় গুরুতর আহত হয় হৃদয় নামের আরও এক শিশু। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুভ ও হৃদয় শ্যামপুর এলাকার জাহাঙ্গীর খান দারুল মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয়দের অভিযোগ, সাভার সেনানিবাসের ফায়ারিং স্পটে সেনা সদস্যদের প্রশিক্ষণ দেয়ার সময় কিছু গ্রেনেড অবিস্ফোরিত অবস্থায় এই মাঠে পড়ে থাকে। এছাড়া গত কয়েকদিন আগে কয়েকটি গ্রেনেড পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে গ্রেনেডগুলো সরিয়ে নেয়।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
শিশুদের মৃত্যুর খবর শুনে মোস্তাপাড়া গ্রামের কয়েকশ এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সেনানিবাসের সদস্যদের অবহেলার কারণেই এ ঘটনা ঘটেছে।’