Connecting You with the Truth

সামরিক অভূত্থানের নায়ক প্রায়ুথ চান ওচা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

0,,17673436_303,00থাইল্যান্ডে সামরিক অভূত্থানের নায়ক প্রায়ুথ চান ওচাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার সে দেশের আইনসভা তাকে এই পদের জন্য নির্বাচিত  করেছে বলে বিবিসি জানিয়েছে। ওই আইসভার অধিকাংশ সদস্যই একসময় সেনাবাহিনী ও পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন।

৬০ বছর বয়সী জেনারেল প্রায়ুথ সেনাপ্রধান থাকার সময় তারই নেতৃত্বে গত ২২ মে থাইল্যান্ডে সামরিক অভ্যূত্থান অনুষ্ঠিত হয়। ইংলাক সিনেওয়াত্রার সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলোর অব্যাহত বিক্ষেভের ফলে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে তিনি ওই অভ্যূত্থান ঘটান।

দেশের রাজনৈতিক ক্ষমতা দখলের পর ১৯৭ সদস্যের আইনসভা গঠন করে সেনাবাহিনী। তাদেরই ভোটে বৃহস্পতিবার সকালে প্রায়ুথকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। নতুন প্রধানমন্ত্রী শ্রীঘ্রই একটি নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে থাইল্যান্ডে ২০১৫ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিল সেনাবাহিনী। তবে নির্বাচনের আগে দেশে বেশ কিছু রাজনৈতিক সংস্কার করা হবে বলে জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী প্রায়ুথ।

Comments
Loading...