Connecting You with the Truth

সারাদেশে সহিংসতার বিরুদ্ধে বেরোবিতে প্রতিবাদ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বেরোবি প্রতিনিধি:
সারাদেশে হরতাল ও অবরোধের নামে মানুষ হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেরোবিতে প্রতিবাদ সমাবেশ পালন করেছে উদীচী ও ছাত্র-ইউনিয়ন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংসদ। সমাবেশ শেষে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বিকেল ৩টায় পার্ক মোড়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি কুমার সুমনের সভাপতিত্বে, উদীচী বিশ্ববিদ্যালয় সংসদের আবৃত্তি বিষয়ক সম্পাদক রোকসানা পারভিন লাভলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আহমেদ নাসির, উদীচীর সহসভাপতি আসাদুজ্জামান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, মশিউর রহমান বিশ্বাস, উজ্জ্বল অধিকারী। এছাড়াও সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান শিশির, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিভূতি ভূষণ মাহাতো, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সম্মেলন প্রস্ততি কমিটির আহ্বায়ক যুগেশ ত্রিপুরা। সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে অবরোধ-হরতালের নামে মানুষ পুড়িয়ে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তা কোন ভাবেই মেনে নেয়া যায় না। আন্দোলন করার অধিকার সবার আছে। কিন্তু আন্দোলনের নাম করে যে নাশকতা-সহিংসতা চালানো হচ্ছে তা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। বিএনপি-জামাতের ডাকা অবরোধে এসব নাশকতার ঘটনা ঘটছে বলে এর দায় তাদেরকেই নিতে হবে। এ দায় তারা কোনভাবেই এড়িয়ে যেতে পারে না। এছাড়াও নাশকতার ঘটনায় সরকারের ব্যর্থতাও রয়েছে। আজ পর্যন্ত পেট্রোল বোমা নিক্ষেপকারী কোন ব্যক্তির শাস্তি হয় নি। জামায়াতে ইসলামকে তথা ধর্মীয় রাজনীতি নিষেদ্ধের কথা থাকলেও সরকারের সদিচ্ছার যথেষ্ট অভাব রয়েছে বলে বক্তারা অভিযোগ করেন। বক্তারা অতিদ্রুত সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধসহ সহিংসতা-নাশকতা বন্ধের দাবি জানান। সমাবেশ শেষে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে গণসঙ্গীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গীত বিভাগ। এছাড়াও কবিতা আবৃত্তি করেন, ওমর ফারুক, স্মৃতি রাণী।

Leave A Reply

Your email address will not be published.