সারাদেশ ৬.৮ মাত্রার ছিল ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল মিয়ানমার
ডেস্ক রিপোর্ট: ভূমিকম্পে কাঁপলো রাজধানী ঢাকাসহ সারাদেশ। বুধবার বিকেল চারটা ৩৪ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের চক শহর। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮।
দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে দেশের কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।