Connecting You with the Truth

সালথার বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস পালিত

saltha pic

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) সংবাদদাতা: বাঙ্গালী জাতীর শ্রেষ্ট সন্তান, বাংলাদেশের সপ্নদ্রষ্টা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস পালিত হয়। সোমবার (১৫ই আগষ্ট) সকালে উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, নবকাম পল্লী বিশ্বদ্যিালয় কলেজ, যুবলীগ, ছাত্রলীগ, জাকের পার্টি, সকল সরকারী বে-সরকারী প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, শোক র‌্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮ টায় পরিষদের সামনে থেকে একটি শোক র‌্যালী বের হয়ে সদর বাজার প্রদক্ষিন শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু ও গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যাসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলী শেষে কলেজের হলরুমে এক শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে দেন, কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর মিঞা মোঃ লুৎফর রহমান। এসময় আরো বক্তব্যে রাখেন, অত্র কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, সহকারী উপধ্যক্ষ শেখ মিজানুর রহমান, গভার্নিং বোডির সদস্য চুন্নু শরীফ ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।

এদিকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোসহ দলীয় কার্যালয়ে এক মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হাসান খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ ওহাব মাতুব্বার, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সহ-সভাপতি শওকাত হোসেন মুকুল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান ওহিদ প্রমূখ।

Comments
Loading...