সালথায় অগ্নিকান্ডে ৭টি দোকান ভস্মীভুত ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা।
মোঃ আবু নাসের হুসাইন,সালথা (ফরিদপুর ) প্রতিনিধি ঃ 
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজারে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান ঘর ভস্মীভূত হয়েছে। এ অগ্নিকান্ডে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বালিয়া বাজারে রায়হানের কম্পিউটারের দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকান ঘর গুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফরিদপুরের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই ৭টি দোকান ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের মূল সুত্র এখনও পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্থ ঘর মালিক- বাদল মাতুব্বার, মোফাজ্জেল মাতুব্বার, বাকা মাতুব্বার, ফিরোজ মাতুব্বার, সেলিম মাষ্টার, পল্লী চিকিৎসক বাসুদেব এবং ঘরের ভাড়াটিয়া লেদ ব্যবসায়ী রমজান, জুতা ব্যবসায়ী ওহিদ, মুদি ব্যবসায়ী বোরহান মুন্সি, ওয়ার্কসব আজিজল, মটরসাইকেল গ্রেস পাপন ও পার্চের ব্যবসায়ী বতু মিয়া এ অগ্নিকান্ডে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন। এই ভয়াবহ অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, সালথা থানা পুলিশ ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যার হাবিবুর রহমান লাভলু ঘটনাস্থল পরিদর্শন করেন।
সালথা থানার এস.আই মোঃ ফরহাদ হোসেন বলেন, বালিয়া বাজারের অগ্নিকান্ডে ৭টি ঘর পুড়ে গেছে। কি ভাবে আগুন লেগেছে তার সুত্র পাওয়া যায় নাই।