সালথায় আ’লীগ নেতার ইন্তেকাল: সংসদ উপনেতার শোক
আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, খারদিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও খারদিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের পুত্র সৈয়াদ ইচাহাক হোসেন চুন্নু মীর হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ……………… রাজেউন। মৃতকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ কন্যা সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীন আওয়ামী লীগ নেতা চুন্নু মীরের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার জৈষ্ঠপুত্র নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবার চৌধুরী বাবলু- শোক সম্ভ্রান্ত পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক জানিয়েছেন।
বুধবার বাদ আছর জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।