Connecting You with the Truth

সালথায় জাকের পার্টি ভক্ত মিশনের সম্মেলন অনুষ্ঠিত

আবু নাসের হুসাইনjaker-pic-1
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিশ্বওলী খাজাবাবা শাহসুফি হযরত আল্লামা ফরিদপুরী (কু: ছে: আ:) সাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে তিনার উত্তসুরী পীরজ্বাদা আলহাজ্ব খাজা মিয়াভাইজান মুজাদ্দেদী ও জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা আমীর ফয়সাল মুজাদ্দেদী দ্বয়ের নির্দেশক্রমে ফরিদপুরের সালথায় জাকের পার্টি ভক্ত মিশনের সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ সোমবার দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামে ধীরেন্দ্র নাথ বিশ্বাসের বাসভবনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

হিন্দু ভক্ত মিশনের প্রবীন নেতা বাবু ধীরেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০১৭ সফল করার লক্ষ্যে সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ ছরোয়ার হোসেন বাচ্চু, সহ-সভাপতি মোঃ সাহিদ সিকদার, ওলামা ফ্রন্টের সভাপতি মোঃ নুরুদ্দীন মোল্যা, জাকের পার্টির তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক আবু নাসের হুসাইন, হিন্দু ভক্ত মিশনের কেন্দ্রীয় নেতা শ্রী গৌরাঙ্গ বিশ্বাস, জেলা ভক্ত মিশনের সভাপতি শ্রী অনন্ত কুমার মাষ্টার, ইউনিয়ন জাকের পার্টির সাধারণ সম্পাদক ইউসুফ সিকদার, হিন্দু ভক্ত মিশন নেতা গৌতম কুমার বিশ্বাস, জগদ্বীশ মন্ডল প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.