Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সালথায় জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) সংবাদদাতা-saltha miting pic (1)
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে ফরিদপুরের সালথায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক-উজ্জামান ফকির মিয়া, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান মোসাঃ মোরশেদা খানম, সালথা থানার এস.আই মোঃ ফরহাদ হোসেন, সাংবাদিক এম. কিউ হোসাইন বুলবুল, খারদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার বিশ্বাস প্রমূখ।

বক্তারা এসময় বলেন, যথাযথ মর্যাদায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন করতে হবে। জাতীয় পতাকার ব্যবহার নিশ্চিত করতে হবে। পতাকা অর্ধনমিত রাখতে হবে। স্কুল শিক্ষকদের, ছাত্র-ছাত্রীদের নিয়ে উপস্থিত থাকতে হবে। শোক দিবসে- জাতির জনকের প্রতিকৃতিতে পুস্প স্তাবক অর্পণ, শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Your email address will not be published.