Connecting You with the Truth

সালথায় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

আবু নাসের হুসাইনsaltha motso pic
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
জল আছে যেখানে, মাছ চাষ সেখানে। এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০ এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সকাল ১০টায় পরিষদের সামনে থেকে এক র‌্যালী বের হয়ে সদর বাজার প্রদক্ষিন শেষে উপজেলার পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এরপর উপজেলা সম্মেলন কক্ষে মাছচাষীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সালথা কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, সাংবাদিক এম. কিউ হোসাইন বুলবুল, আবু নাসের হুসাইন ও অন্যান্য দপ্তরের কর্মকর্তা বৃন্দ প্রমূখ। এসময় মাছ চাষীদের মধ্যে কার্ড বিতরণ করা হয়।

Comments