Connecting You with the Truth

সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ ফিরে পাওয়ায় আনন্দ মিছিল

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের পদ ফিরে পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে এই মিছিলটি বের করেন এলাকাবাসী। মিছিল শেষে তাকে ফুলের মালা দিয়ে বরন করেন উপজেলা আওয়ামী লীগ।
জানা যায়, গত ৩০ মার্চ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের জ্যৈষ্ঠ সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরীত প্রজ্ঞাপনে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেন। বরখাস্ত’র পর তিনি উচ্চ আদালতে আপীল করেন। উচ্চ আদালত গত ১২ এপ্রিল বুধবার উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ পূর্ণবহাল রাখেন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও এলাকাবাসীর মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হাসান খান সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, সাঙগঠনিক সম্পাদক মামুন মিয়া, খন্দকার আলীমুজ্জামান নয়ন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন টুকু, কাউয়ুম মোল্যা, আনো মোল্যা প্রমূখ।

Comments
Loading...