সালমান শাহর গহীনের গান পড়শীর কণ্ঠে
বিনোদন ডেস্ক:
‘তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনাই সয়েছ… আমার প্রিয় একটি গান। শুধু গান নয়, গানের সঙ্গে প্রিয় ছিলেন এ ছবির অভিনেতা সালমান শাহও’- বলছিলেন কণ্ঠশিল্পী পড়শী। ৬ সেপ্টেম্বর তার প্রিয় তারকার ১৮তম মৃত্যুবার্ষিকী। সালমান শাহ স্মরণে ফেসবুকে এই স্ট্যাটাস দেন পড়শী। জানা গেছে, ৬ সেপ্টেম্বর রাতে এসএ টেলিভিশনের একটি অনুষ্ঠানে সালমান শাহর ছবির বেশকিছু গান গাইবেন পড়শী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সালমান শাহর অনেক ভক্ত। কারণ তার ছবির গান ও অভিনয় আমাকে অনেক টানে। তিনি আমাদের মাঝে না থাকলেও আছেন আমাদের হৃদয়ে। তার স্মরণে বেশকিছু গান করব এসএ টিভিতে।’ পড়শী আরও জানান, তিনি সালমান স্মরণে তার অভিনীত ছবির ‘ও সাথী রে’, ‘ও আমার বন্ধু গো’, ‘তুমি আমায় করতে সুখী জীবনে’সহ মোট ১২-১৩টি গান পরিবেশন করবেন। কামরুজ্জামান রঞ্জুর প্রযোজনায় এসএ টেলিভিশনে রাত ১১টায় স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে ‘গহীনের গান’।