Connecting You with the Truth

সালমান শাহর মৃত্যুর দেড় যুগ পর এটাই প্রথম স্মরণ উৎসব

বিনোদন ডেস্ক:
দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সালমান শাহর মৃত্যুবার্ষিকী আগামী ৬ সেপ্টেম্বর। তার স্মরণে সপ্তাহব্যাপী চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করছে ঢুলি কমিউনিকেশনস। ৬ সেপ্টেম্বর থেকে রাজধানীর বলাকা সিনেওয়ার্ল্ড প্রেক্ষাগৃহে শুরু হবে ‘সালমান শাহ স্মরণ উৎসব-২০১৪’। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। এই আয়োজনে থাকছে সালমান শাহ অভিনীত ৭টি চলচ্চিত্রের প্রদর্শনী। এর মধ্যে থাকছে তার প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’। এ ছাড়া সালমান শাহকে নিয়ে তারকাদের স্মৃতিচারণ, তথ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি স্মরণিকা প্রকাশ করা হবে। এ প্রসঙ্গে ঢুলি কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক আল মাহমুদ মানজুর বলেন, ‘এ বছর সালমান শাহর মৃত্যুর দেড় যুগ অতিবাহিত হবে। তাই নতুন প্রজন্মের মধ্যে সালমান শাহর সৃজনশীলতাগুলো পরিচ5555য় করিয়ে দিতেই আমাদের এই প্রয়াস। তাকে নিয়ে এটাই প্রথম কোনো স্মরণ উৎসব।’ নব্বই দশকের শুরুতে চলচ্চিত্রে সালমান শাহর অভিষেক হয়। মাত্র চার বছরের ক্যারিয়ারে তার অভিনীত ছবির সংখ্যা ২৬টি। এর প্রায় প্রতিটি ব্যবসায়িকভাবে সফল। চলচ্চিত্র ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর কোটি ভক্ত-অনুরাগীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান সালমান শাহ। সিলেটে চিরনিদ্রায় শায়িত আছেন দর্শকদের হৃদয়ের এই নায়ক।

Comments
Loading...