Connecting You with the Truth

সালাহ উদ্দিনকে গ্রেফতারে ইন্টারপোলের ‘রেড নোটিস’

images
 আন্তর্জাতিকডেস্ক: বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতীয় পুলিশকে একটি ‘রেড নোটিস’ পাঠিয়েছে ইন্টারপোলের ঢাকা অফিস। মেঘালয় পুলিশের মহা-পরিচালক রাজীব মেহতাকে উদ্ধৃত করে কলকাতার ইংরেজি দৈনিক টেলিগ্রাফ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাজীব মেহতা বলেছেন, সালাহ উদ্দিনের বিরুদ্ধে বাংলাদেশে বেশ কয়েকটি ফৌজদারি মামলা থাকার কথা জানিয়ে ইন্টারপোলের ঢাকা ইউনিট থেকে ওই অনুরোধ পাঠানো হয়েছে। টেলিগ্রাফকে তিনি বলেন, ‘আমরা বুধবার ভারতের সিবিআইয়ের মাধ্যমে ওই নোটিস হাতে পেয়েছি। আমরা ইতোমধ্যে সিবিআইকে আমাদের উত্তর দিয়েছি।’
দুই মাসের বেশি সময় ধরে নিখোঁজ থাকা বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে গত সোমবার আটক করে শিলং পুলিশ। পরে ভারতের মেঘালয় রাজ্যের পাসতোর হিলসে অবস্থিত মেঘালয় ইস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স (মিমহানস) হাসপাতাল থেকে স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন সালাহ উদ্দিন।

শিলং টাইমসের সম্পাদক মানস চৌধুরী সাংবাদিকদের জানান, সোমবার মেঘালয়ের গলফ লিংক এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার সময় সালাহউদ্দিনকে শিলং পুলিশ আটক করে। প্রথমে তার কথা শুনে পুলিশের মনে  হয়েছে, তিনি অপ্রকৃতিস্থ। এরপর তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সা শেষে তিনি সুস্থ বলে চিকিত্সকেরা জানান। সালাহউদ্দিন চিকিত্সকদের জানিয়েছেন,তার হার্টের সমস্যা আছে।

Comments
Loading...