Connecting You with the Truth

সালাহ উদ্দিনকে সিঙ্গাপুর নিতে চান তার স্ত্রী

1432022615নিজস্ব প্রতিনিধি:  বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার ইচ্ছা পোষণ করেছেন তার স্ত্রী হাসিনা আহমদ। জানিয়েছেন, তার শরীরের অবস্থা খুবই খারাপ।
মঙ্গলবার দুপুরে শিলংয়ের সিভিল হাসপাতালে স্বামীর সঙ্গে কথা বলার পর হাসিনা জানান, সালাহ উদ্দিনের শরীর খুবই খারাপ। একটানা দুই মিনিট দাঁড়িয়ে থাকতে পারছেন না। হাত-পা কাঁপতে থাকে। খুব দ্রুত তাঁর উন্নত চিকিৎসা দরকার।
এ সময় গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করেন, ভারতের চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট উন্নত। বাংলাদেশ থেকে অনেকেই সেখানে চিকিৎসার জন্য যায়। তাহলে তিনি স্বামীকে কেন তৃতীয় একটি দেশে নিতে চাচ্ছেন? উত্তরে হাসিনা আহমদ বলেন, গত ২০ বছর ধরে সালাহ উদ্দিনের সব চিকিৎসা সিঙ্গাপুরে হয়েছে। হৃদরোগের জন্য তিনবার অস্ত্রোপচার করা হয়েছে। রিং পরানো হয়েছে। কিডনির চিকিৎসাও সিঙ্গাপুরেই হচ্ছে। তাই সেখানেই স্বামীকে নিয়ে যেতে চান।
Comments
Loading...