সালাহ উদ্দিন আহমদকে অপহরণের প্রতিবাদে বগুড়ায় ২০ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জেলা প্রতিনিধি, বগুড়া:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সালাহ উদ্দিন আহমদকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে বগুড়ায় ২০ দলীয় জোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার শহরের মফিজপাগলার মোড় থেকে ২০ দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোহাইলরোডে এসে শেষ হয়। মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামসহ জোট নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা সালাহ উদ্দিন আহমদকে খুঁজে বের করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।