Connecting You with the Truth

সিআরএফ সাংবাদিক ফুটবল টুর্নামেন্টে সাম্পান দল চ্যাম্পিয়ন

 

এম আর মিলন( ব্যুরো প্রধান চট্টগ্রাম) :

চট্টগ্রাম রিপোটার্স ফোরাম (সিআরএফ) আয়োজিত সাংবাদিকদের ফুটবল টুর্নামেন্টের চরম প্রতিদ্বন্দিতাপূর্ণ ফাইনাল খেলায় কর্ণফুলী টিমকে এক শূন্য গোলে পরাজিত করে সাম্পান দল চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে দিনব্যাপী আয়োজিত উক্ত ফুটবল টুর্নামেন্টে গ্রুপ পর্যায়ের প্রথম খেলায় কর্ণফুলী ও হালদা টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্ধারিত সময়ের প্রথমার্ধের প্রথম ম্যাচে দৈনিক সকালের সময়ের ব্যুরো প্রধান এস এম পিন্টুর হালদা টিমের হয়ে টুর্নামেন্টের প্রথম গোলটি করেন গ্লোবাল টেলিভেশিনের ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম মাওলা মুরাদ।

তবে দ্বিতীয়ার্ধের খেলার প্রায় শেষ মুহুর্তে কর্ণফুলী দলের অধিনায়ক এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম পারভেজের করা গোলে সমতায় ফেরে। এরপর উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। দুদলের তিনজন করে নির্বাচিত খেলোয়াড়দের পেনাল্টি শর্টে গোলশূণ্য হলে শেষে ওয়ান সুট আউটে ট্রাই ব্রেকারের আয়োজন করে ম্যাচ নির্ধারক রেফারি।

এতে হালদা দলের পেনাল্টি শর্টটি মিস হলেও কর্ণফুলী দলের অধিনায়কের শর্টটি প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্ত করে জালে প্রবেশ করে। হালদা টিমকে পেনাল্টি শর্টে পরাজিত করে ফাইনালে উঠে যায় কর্ণফুলী। পরের ম্যাচে খাস খবর সম্পাদক মোহন মিন্টুর সাঙ্গু টিমকে দুই এক গোলে পরাজিত করে ফাইনালে উঠেন সিআরএফ সম্পাদক জ্যৈষ্ঠ সাংবাদিক আলিউর রহমান লুসাইয়ের সাম্পান দল। খেলার বিজয়ী দলের হয়ে সুবল বড়ুয়া ও আজাদ একটি করে গোল করেন। ফাইনাল খেলায় টিম সাম্পােনের রফিক হায়দারের গোলে ১-০ গোলে টিম কর্নফুলীকে পরাজিত করে অপরাজিত চ‍্যাম্পিয়ন হন।

বিজয়ী দলের গোল রক্ষক ফারুখ মনির প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন। চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও সাংবাদিকদের অংশগ্রহনে ফুটবল ম্যাচ উপভোগ করেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি। তিনি বলেন, এই পরিবর্তিত পরিস্থিতিতে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের আয়োজন সাংবাদিকদের তাদের দৈনন্দিন পেশাগত চাপের একঘেয়েমিতা কাটিয়ে উজ্জীবিত করতে সহায়তা করবে। তিনি সিআরএফের সার্বিক অগ্রগতিতে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সি প্লাস টিভির সম্পাদক আলমগীর অপু, সিআরএফ এর সাধারণ সম্পাদক সাংবাদিক আলিউর রহমান, ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম পারভেজ।

দিনব্যাপী সাংবাদিক ফুটবল টুর্নামেন্টটির খেলা পরিচালনা করেন ফিফার প্রাক্তন রেফারি আব্দুল হান্নান মিরন। একই দিন বিকেলে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী মনসুর চ্যাম্পিয়ন দল এবং রানার্সআপ দলের হাতে বিজয়ী ট্রপি তুলে দেন। এ সময় চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অর্ধশতাধিক একঝাক সংবাদ কর্মী এবং অন্যান্য সাংবাদিক সংগঠনের বিভিন্ন পদবির সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো টুর্নামেন্টে মেডিক্যাল টিম হিসেবে সার্বিক সহযোগীতা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চিকিৎসক হোসনে আরা বেগম।

Leave A Reply

Your email address will not be published.