Connecting You with the Truth

সিআর সেভেন জার্সি পেতে যা করবেন

স্পোর্টস ডেস্ক:
রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ থেকে তার অটোগ্রাফ কিংবা তার পরিধেয় জার্সি নিতে হুমড়ি খেয়ে পড়েন তার ভক্ত-সমর্থকরা। এবার আপনিও পেতে পারেন রোনালদোর অটোগ্রাফসহ রিয়ালের মূল জার্সি। আর এ পুরস্কারটি লুফে নেওয়ার সুযোগটি তৈরি করে দিয়েছে স্পোর্টস মেইল এবং আইকন ডট কম। এ জন্য আপনাকে দিতে হবে একটি প্রশ্নের উত্তর। উত্তরটি পাঠাতে হবে মেইল করে। সঠিক উত্তরদাতাদের মধ্যে বাছাই করে দেওয়া হবে রোনালদোর পরিধেয় রিয়ালের একটি জার্সি ও সঙ্গে থাকবে তার অটোগ্রাফ সহ একটি ছবি। উত্তর পাঠাবার জন্য আপনাকে পুরো নাম, ঠিকানা এবং মুঠোফোনের নম্বরও দিতে হবে।



Comments
Loading...