Connecting You with the Truth

সিনিয়র মাহী’র হাত ধরে ওমের ঢালিউড অভিষেক

বিনোদন ডেস্ক : এমনিতেই টলিউডের সিনেমা বাজার মন্দ। তার ওপরে ওম ফিল্মে ক্যারিয়ার শুরু করেছেন খুব বেশিদিন নয়। তাই জিত্ বা দেব, সোহমের মতো লম্বা রেসের পথ তিনি তেমনটা পাননি। সেই হিসেবে বললে বলা যায়, জাজ মাল্টিমিডিয়ার এই ‘অগ্নি টু’ চলচ্চিত্রটি ওমের জন্য অনেকটা টার্নিং পয়েন্ট। আর ক্যারিয়ারের বয়সেও মাহী ওমের চেয়ে সিনিয়র। তাই সহশিল্পীর সম্পর্কে প্রতিটি ছবি মুক্তির সময় অভিনেতা-অভিনেত্রীদের প্রশ্ন রাখা হয়-‘তার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন?’ কলকাতার ওমের কাছেও সাংবাদিকদের একই প্রশ্ন ছিল মাহী সম্পর্কে। গতানুগতিক উত্তরের বাইরে ওম বললেন, ‘সি ইজ অ্যা মিরাকল গার্ল। তার জন্মই হয়েছে ছবিতে কাজ করার জন্য।’

কারণটা শুনুন তার মুখেই, ‘দেখা যাচ্ছে একটা দৃশ্য শেষে আমি বসে স্ক্রিপ্ট মুখস্থ করছি। আর অন্যদিকে মাহী দিব্যি সবার সাথে মজা করছে। কিন্তু ঠিকই শটের সময় ঠিকঠাক মতো শট দিচ্ছে। বাহ-বা পাচ্ছে। অনেক কঠিন কঠিন ফাইটের দৃশ্যে অংশ নিচ্ছে। কোনো ক্লান্তি নেই তার চোখে-মুখে।’ সিনিয়র শিল্পী মাহীর প্রতি ওমের এই আনুগত্যের পাশাপাশি বাংলাদেশে মুক্তি পাওয়া এই ছবিটি কলকাতায় তার ক্যারিয়ারের মোড় অন্যদিকে ঘোরাবে সেই প্রত্যাশাও যে করছেন ওম নিজেও।

Comments
Loading...