সিরাজগঞ্জে ১ কোটি টাকা মূল্যের গাঁজার গাছসহ আটক ২
সিরাজগঞ্জ সংবাদদাতা || সিরাজগঞ্জের এনায়েতপুরের স্থলচর গ্রামে এক একর জমিতে গাঁজা চাষের সন্ধান পেয়েছে টাঙ্গাইল র্যাব-১২।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যে প্রায় এক হাজার কেজি গাঁজার গাছ জব্দ করা হয়। এ সময় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও দুজনকে আটক করা হয়।
টাঙ্গাইল র্যাব-১২ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিক্তিতে যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জের এনায়েতপুরের স্থলচর গ্রামে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় প্রায় এক একর জমিতে গাঁজা চাষের সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে প্রায় এক হাজার কেজি গাঁজার গাছ জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা। এ সময় গাঁজা চাষের অভিযোগে স্থলচর গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে আব্দুস সালাম (৩৮) ও দারোগ আলীর ছেলে ময়ানকে (৩৪) আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে এনায়েতপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।
বাংলাদেশেরপত্র/এডি/আর