Connecting You with the Truth

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। সদর উপজেলার মুলিবাড়ী রেলক্রসিং এলাকায় বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার কোলগয়লা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী মুক্তি খাতুন (২২) ও তার শিশুকন্যা সাদিয়া (৭ মাস)।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, দুপুর ১টার দিকে সদর উপজেলার মুলিবাড়ী অনুমোদিত রেলক্রসিং গেট নামানো থাকলেও সিএনজি অটোরিকশা থেকে নেমে রেলক্রসিং পার হচ্ছিলেন মা-মেয়ে। এ সময় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দু’জনই মারা যান।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদুল ইসলাম ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments
Loading...