সিরাজগঞ্জে বিপুল পরিমাণ মাদক ধ্বংস
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পুলিশ-ম্যাজিস্ট্রেটের উদ্যোগে পুলিশের বিভিন্ন অভিযানে উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার সোয়া ২টার দিকে জেলা কালেক্টরেট চত্বরে মাদক ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন নবাগত পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলফিকার উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার জিয়াউল হাসান তালুকদার ও সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফারুক আহম্মেদ প্রমুখ।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. শহীদুল্লাহ জানান, ৪ হাজার ২শ’ ৮ বোতল ফেনসিডিল, তিন কেজি গাঁজা, ৯ লিটার চোলাই মদ, ৭শ’ ৩ পিস নেশাজাতীয় ইনজেকশন, ৩১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ নিষ্পত্তি হওয়া বিভিন্ন মামলার আলামত এদিন ধ্বংস করা হয়।