সিরাজগঞ্জে হত্যা মামলায় একজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে মাছ ব্যবসায়ী আব্দুল কুদ্দুস হত্যা মামলায় একজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সকাল ১১টায় জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি উল্লাপাড়া উপজেলার রাঘববাড়িয়া গ্রামের কালাচাঁন শেখের ছেলে মনছুর আলী (৩৫) ও যাবজ্জীবন প্রাপ্ত শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের মজিদ ব্যাপারির ছেলে শহিদুল ইসলাম (৩২)। এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৪ নভেম্বর সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুল কুদ্দুসের কাছে কম দামে মাছ বিক্রি করবে বলে মোবাইলে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। এরপর থেকে কুদ্দুস নিখোঁজ থাকে। পরে ৭ নভেম্বর উল্লাপাড়া উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামের একটি মাঠের মধ্যে থেকে কুদ্দুসের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই নিহতের স্ত্রী বুলবুলি খাতুন মুনছুর ও শহিদুলের নাম উল্লেখসহ তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে সাক্ষ্য প্রমাণ শেষে দীর্ঘ শুনানির পর আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দু’জনেই আদালতে উপস্থিত ছিলেন।