Connecting You with the Truth

সিরাজদিখানে সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি: মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনেসার গ্রামে সরকারি জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছেন স্থানীয় এক প্রভাবশালী বাসিন্দা ।
বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, প্রশাসন বাধা দেওয়ার পরও সরকারি খাস জায়গার মধ্যে বহুতল ভবন নির্মান করছে ফেগুনেসার গ্রামের মৃত আবুবক্কর ছিদ্দিকের ছেলে হাবিুবুর রহমান ।
মালখানগর ইউপি চেয়ারম্যান সানজিদা বেগম জোৎস্না ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয় ভাবে আমরা বাধা দেওয়ার পরও কোন কর্ণপাত না করেই বহুতল ভবন নির্মান করেই যাচ্ছেন।
ভূমি কার্যালয়ের রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে, রাস্তাটি ফেগুনেসার মৌজার ১ নং খাস খতিয়ানের যার আর এস দাগ নং ৪৭ ।
হাবিবুর রহমান বলেন, ”আমার জায়গায় আমি বিল্ডিং করছি কিন্তু আমার আপন ভাই আমার সাথে শত্রুতা করে আমার পিছে লোক লাগিয়েছে যাতে আমি বিল্ডিং না করতে পারি।”
সিরাজদীখান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহিনা পারভীন বলেন, আমি অভিযোগ পেয়ে তাৎক্ষনিক স্থানীয় তহসিলদারকে নোটিশ প্রদান করতে বলি নোটিশ পাওয়ার পার যদি সে কাজ চালিয়ে যাওয়ার কারনে তার বিরুদ্ধে এখন আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উচ্ছেদ জারির আইনগত প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Comments
Loading...