সিরাজদিখান সাব-রেজিষ্ট্রি অফিসে গ্রীল কেটে চুরি
রোমান হাওলাদার, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের গ্রীল কেটে চুরির ঘটনা ঘটেছে। সাব- রেজিষ্ট্রি অফিস সূত্রে জানা গেছে আলমারীতে থাকা কাগজপত্র তছনছ করেছে চোর, তবে এতে কিছু খোয়া যায়নি। বুধবার দিবাগত রাতে উপজেলা সদরে অবস্থিত সাব রেজিষ্ট্রি অফিসে এ ঘটনা ঘটেছে।
সাবরেজিষ্ট্রার অফিসের কিছু কর্মচারী কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক সাবরেষ্ট্রি অফিসার কাটা খাইয়ে যে বিড়াল পোষে সে বিড়ালই পুরো মাছের লোভে জানলার গ্রীল কেটে থাকতে পারে।
উপজেলা সাব রেজিষ্ট্রার একেএম রফিকুল হক কাদের জানান, গতকাল বৃহস্পতিবার সকালে অফিস খুললে অফিসের একজন পিয়ন দেখতে পান আমার এজলাসের পাশের জানালার গ্রীল কাটা। তিনটি আলমারীর তালা ভাঙা। আলমারীর সব কাগজপত্র তছনছ করা হয়েছে। এ ব্যাপারে পরে সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।#