Connecting You with the Truth

সিরিয়ার শরণার্থীদের জন্য স্কুল খুললেন মালালা

আন্তর্জাতিক ডেস্ক ; সিরিয়ার শরণার্থী মেয়েদের জন্য স্কুল খোলার মধ্য দিয়ে পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাই তার ১৮তম জন্মদিন উদযাপন করলেন। লেবাননে স্কুলটি উদ্বোধন করার সময় শান্তিতে নোবেলজয়ী মালালা ‘বুলেটে বিনিয়োগ না করে বই’-এ বিনিয়োগ করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

স্কুল উদ্বোধনের সময় মালালা রয়টার্সকে বলেন, ‘আমি লেবাননে এসেছি কারণ আমি মনে করি সিরিয়ার শরণার্থীদের সমস্যার কথা বিশ্বের জানা উচিৎ। তারা অনেক দিন থেকেই উপেক্ষিত হয়ে আসছে।’

‘দ্য মালালা ফান্ড’ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান সিরিয়ার সীমান্তের কাছাকাছি এই স্কুলটি চালু করেছে। ১৪ থেকে ১৮ বছর বয়সী ২০০ মেয়ে এই স্কুলটিতে পড়তে পারবে।

পাকিস্তানে তালেবান নিয়ন্ত্রিত সোয়াত উপত্যকায় নারী শিক্ষার পক্ষ নেয়ায় তালেবানের রোষানলের শিকার হন মালালা। স্কুলে যাওয়ার পথে জঙ্গিরা তাকে বাস থেকে নামিয়ে মাথায় গুলি করে। ২০১২ সালে গুরুতর এই হামলা থেকে বেঁচে যাওয়ার পর তার কাজের স্বীকৃতি হিসেবে ২০১৪ তাকে ভারতের কৈলাশ সত্যার্থীর সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। সূত্র: রয়টার্স

Comments
Loading...