সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ৪৮
সিরিয়ার হোমস প্রদেশে একটি শহরের চারপাশে সরকারি বাহিনীর বিমান থেকে বোমা হামলায় বিদ্রোহী যোদ্ধাসহ ৪৮ জন নিহত হয়েছে। পর্যবেক্ষকদের একটি দল বুধবার একথা জানিয়েছে।
দুইদিনের এ বিমান হামলায় নিহতদের মধ্যে রয়েছে নারী এবং শিশুও। ৫ সন্তানসহ নিহত হয়েছেন এক মা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস একথা জানিয়েছে।
হোমস এর উত্তরের তালবিশেহ শহরে হামলায় আরো নিহত হয়েছে বেশ কিছু সংখ্যক যোদ্ধা ও বিদ্রোহী কমান্ডার।
হোমস এ সিরিয়ার বিদ্রোহীরা তাদের শেষ ঘাঁটি ছেড়ে গেছে। শহরটিতে বোমা হামলায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, শিশুসহ বহু মানুষই জটিল পরিস্থিতিতে আছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি।
জাতিসংঘের হিসাবমতে, সিরিয়া যুদ্ধে নিহত হয়েছে ১ লাখ ৯০ হাজার মানুষ এবং বাস্তুচ্যুত হয়েছে আরো লাখ লাখ লোক।