Connecting You with the Truth

সিরিয়ায় আইএসের হাতে ৪০০ নাগরিক জিম্মি

Islamic-state-hostageআন্তর্জাতিক ডেস্ক: শতাধিক সিরীয় নাগরিককে গুলি করে হত্যা এবং শিরশ্ছেদের একদিন পর দেশটির আরো চারশ নাগরিককে জিম্মি করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। নারী ও শিশু সহ রোববার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি প্রদেশে এসব জিম্মিকে নিয়ে গেছে আইএস। খবর সানডে এক্সপ্রেস।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, আইএস জঙ্গিদের হাতে জিম্মি নাগরিকদের মধ্যে সুন্নিপন্থী ও সরকার সমর্থক যোদ্ধা রয়েছে। জিম্মিদেরকে উত্তর পশ্চিমাঞ্চলে আইএস নিয়ন্ত্রিত এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।

সংস্থাটি উদ্বেগ প্রকাশ করে বলছে, অন্যান্য এলাকার মতো আইএস জঙ্গিরা এসব বন্দীর শিরশ্ছেদ করতে পারে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা নিউজ অ্যাজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দেইর আল জউর প্রদেশে শতাধিক নারী, শিশু ও বৃদ্ধ নাগরিককে গুলি করে হত্যা ও শিরশ্ছেদ করেছে আইএস।

Comments
Loading...