Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪৩

Siryaআন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় তেল হামিস শহরের উপকণ্ঠে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ একথা বলেছে। সংগঠনটির পরিচালক রমি আব্দেল রহমান বলেন, মঙ্গলবার দিনশেষে চালানো হামলায় নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছিলেন তিনি। কারণ, কয়েকজন গুরুতর আহত ছিলেন। অবজারভেটরির মতে, গত তিনমাসে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সিরিয়া কর্তৃপক্ষ বেসামরিক লক্ষ্যবস্তুতে ৫ হাজার ০১২ টি হামলা চালিয়েছে। এ সমস্ত হামলায় ২৩৯ শিশুসহ অন্তত ১ হাজার ৫৭ জন নিহত হয়েছে। জাতিসংঘের হিসাবমতে, সিরিয়ায় ২০১১ সালের মার্চ থেকে গৃহযুদ্ধে এ পর্যন্ত ২ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.