Connecting You with the Truth

সিরিয়ায় ব্যারেল বোমা হামলায় নিহত ৭১

আন্তর্জাতিক ডেস্ক:  সিরিয়ার আলেপ্পোয় শনিবার ব্যারেল বোমা হামলায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছে। সরকারি হেলিকপ্টার থেকে উপর্যুপরি এই হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে মানবাধিকার কর্মীদের দাবি। খবর- বিবিসির।
ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আইএস’র দখলে থাকা আল বাব শহরে সামরিক হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা ফেলা হয়েছে। এতে কমপক্ষে ৪৫ বেসামরিক নাগরিক নিহত ও বহু মানুষ আহত হয়েছে।
বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যারেল বোমা ব্যবহারের অভিযোগ অস্বীকার করে আসছে সিরিয়া সরকার। বিস্ফোরক ভর্তি বড় কন্টেইনার ‘ব্যারেল বোমা’ নামে পরিচিত।

Leave A Reply

Your email address will not be published.