সিলেটের মেয়র আরিফুল বরখাস্ত
স্টাফ রিপোর্টার:
কিবরিয়া হত্যার আসামি বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীকে সিলেটের মেয়রের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এতে বলা হয়, “সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আদালত গ্রহণ করায় এবং বর্তমানে তিনি কারাগারে আটক থাকায় তার দ্বারা মেয়রের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় বলে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতীয়মান হয়েছে।” বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিরও সদস্য। গত বছর নির্বাচনে জয়ী হয়ে তিনি সিলেটের মেয়র নির্বাচিত হন। একই কারণে হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকেও এর আগে সাময়িক বরখাস্ত করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়।
উল্লেখ্য, আরিফুল, গউছ ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে সম্প্রতি কিবরিয়া হত্যা মামলার সংশোধিত সম্পূরক অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এরপর গত ২১ ডিসেম্বর ওই ১১ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আদালত। গত ৩০ ডিসেম্বর আরিফুল আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।