Connecting You with the Truth

সিলেটের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি

টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব অসহায় বানভাসি মানুষদের উদ্ধার তৎপরতা ও খাবার বিতরণসহ বিভিন্ন মানবিক কাজে এগিয়ে এসেছে বিজিবি।

আজ সকালে সিলেটের জৈন্তাপুর উপজেলায় বন্যা দূর্গত এলাকায় আটকে পড়া মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসে বিজিবি সদস্যরা। এছাড়া কুশিয়ারা নদী সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় বেড়িবাঁধ রক্ষা করতে স্থানীয়দের সাথে নিয়ে কাজ করেন তারা। এসময় বন্যার্তদের মাঝে রান্না করা খাবারও বিতরণ করেন বিজিব সদস্যরা।

Comments
Loading...