Connecting You with the Truth

সিলেটে গোপন ক্যামেরার মাধ্যমে নাশকতাকারীদের ছবি নিয়ে চালানো হচ্ছে অভিযান

জেলা প্রতিনিধি, সিলেট:
সিলেট নগরীর নাশকতারোধ ও অপরাধীদের সনাক্ত করতে গোপন ক্যামেরা বসানো হয়েছে। নগরীর ব্যস্ততম ও ঝুঁকিপূর্ণ অন্তত ২০টি পয়েন্টে ৫২টি গোপন ক্যামেরার মাধ্যমে দিনরাত পর্যবেক্ষণ করা হচ্ছে পরিস্থিতি। অবরোধ ও হরতালে যারা নাশকতা চালাচ্ছেন তাদেরকে সনাক্ত করে গ্রেফতার করতে এসব ক্যামেরা বসানো হয়েছে বলে জানা যায়। পুলিশের সাঁড়াশি অভিযানের কারণে সিলেটে হরতাল ও অবরোধের সমর্থনে ২০ দলীয় জোট তেমন মিছিল-সমাবেশ করতে না পারলেও প্রতিদিন নগরীর বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমার বিস্ফোরণ ঘটাচ্ছেন। এ অবস্থায় নাশকতাকারীদের সনাক্ত করতে নগরীকে গোপন ক্যামেরার আওতায় আনা হয়েছে। কোথাও নাশকতা হলে সেখানকার গোপন ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে অপরাধীদের। এরপর নাশকতাকারীদের ছবি নিয়ে চালানো হচ্ছে অভিযান। নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, রিকাবীবাজার, আম্বরখানা, মেডিকেল রোড, শেখঘাট, সুবিদবাজার, শাহী ঈদগাহ, কুমারপাড়া, নাইওরপুল, শিবগঞ্জসহ কয়েকটি স্থানে বসানো হয়েছে গোপন ক্যামেরা। এর মধ্যে কয়েকটি স্থানে সিটি করপোরেশন ও মহানগর পুলিশের পক্ষ থেকে ক্যামেরা বসানো হয়েছে। বাকি স্থানগুলোতে ব্যক্তি উদ্যোগে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লাগানো সিসি ক্যামেরাগুলো সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। প্রয়োজনে ব্যক্তি উদ্যোগে লাগানো ক্যামেরায় ধারণকৃত ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। গত বৃহস্পতিবার নগরীর কুমারপাড়ায় কোতোয়ালী থানার ওসির গাড়িতে পেট্রোল বোমা ছুঁড়ে মারার দৃশ্যও ধরা পড়ে সেখানকার গোপন ক্যামেরায়। ফুটেজ দেখে ইতোমধ্যে সনাক্ত করা হয়েছে হামলাকারীদের। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমত উল্লাহ বলেন, সিলেট মহানগর পুলিশ, সিটি করপোরেশন, ব্যবসায়ী ও ব্যক্তি উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে নাশকতাকারীদের চিহ্নিত করে অপারেশন চালানো হচ্ছে। নাশকতার চেষ্টাকারী কাউকে ছাড় দেবে না পুলিশ।

Comments
Loading...